ক্রিকেটে যেমন আনন্দ দেয় আবার কস্টও দেয় কখনো সেঞ্চুরি মিসের আক্ষেপ কিংবা শুন্য রানের হতাশা বা ক্যাচ মিস জ্বালা। তার উপর যদি একটি টুর্নামেন্টে অল্পের জন্য ম্যাচ হারা টা অনেক কস্টের হয়। উধারনস্বরুপ আমরা বলতে পারি ২০১৯ সালে ওয়ানডে ফাইনাল কথা সুপার ওভারে নিউজিল্যান্ডের হার ছিলো আমার দেখা সব চেয়ে বেদনার হার।
যায়হোক আজকে যে আর হার নিয়ে কথা বলতেসি না। বলতে চাইতেসি ২০২৫ সালে এক জাক তারকা ক্রিকেটার অবসর নেওয়া,ভক্ত দের রিদয় ভাঙা কিংবা ক্রিকেট এর মায়া ছেড়ে দেওয়া নিয়ে। ২০২৫ সালে এসে এক জাক ক্রিকেট স্টার অবসর নিয়েছে যার নতুন সংযোক হচ্ছে অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক ও পাকিস্তানের হিটার ব্যাটার আসিফ আলি।
একটু দেখে নেওয়া যাক ২০২৫ সালে কতজন ক্রিকেটার রয়েছে অবসর তালিকায়;
নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল অলফরম্যাট থেকে অবসর।
বাংলাদেশের তামিম ইকবাল অলফরম্যাট থেকে অবসর।
ইন্ডিয়ান ভরুম আ্যরন অলফরম্যাট থেকে অবসর।
ইন্ডিয়ান ঋধি মান সাহা অলফরম্যাট থেকে অবসর।
আফগানিস্তানের শাপুর জাদরান অলফরম্যাট থেকে অবসর।
শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে অলফরম্যাট থেকে অবসর।
অস্ট্রেলিয়ার মার্কস স্টোইনিস ওয়ানডে থেকে অবসর।
বাংলাদেশের মুশফিকুর রাহিম ওয়ানডে থেকে অবসর।
ইন্ডিয়ান রোহিত শর্মা টেস্ট থেকে অবসর।
ইন্ডিয়ান ভিরাট কোহলি টেস্ট থেকে অবসর।
সাউথ আফ্রিকা হেনরিচ ক্লাসেন অলফরম্যাট।
ইন্ডিয়ান পিউস চাওলা অলফরম্যাট থেকে অবসর।
উইস্ট ইন্ডিজ এর নিকোলাস পুরান অলফরম্যাট থেকে অবসর।
শ্রীলঙ্কার এঞ্জেলো ম্যাথুস টেস্ট থেকে অবসর।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মীথ ওয়ানডে থেকে অবসর।
গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে থেকে অবসর।
আন্দ্রে রাসেল অলফরম্যাট থেকে অবসর।
ইন্ডিয়ান চেতেশ্বর পুজারা অলফরম্যাট থেকে অবসর
অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক টি-টুয়ান্টি থেকে অবসর।
পাকিস্তানের আসিফ আলি অল ফরম্যাট থেকে অবসর।
অবসর নেওয়া তালিকায় সব চেয়ে বেশি ইন্ডিয়ান ক্রিকেটার ছয় জন, তারপর রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, উইস্ট ইন্ডিজ দুইজন করে এবং অস্ট্রেলিয়া তিন জন রয়েছে,আফগানিস্তানের,পাকিস্তানের একজন করে আছে,
ক্রিকেটের জন্য সব চেয়ে আফসোস বিষয় হচ্ছে ভিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর এবং হার্ড হিটিং জন্য খ্যাত ম্যাক্সওয়েল ও আন্দ্রে রাসেল এর বিদায়। তারা তো আর সারাজীবন খেলতে পারবে কিন্তু তারের খেলা ভক্ত মনে আজীবন থাকবে। এই জন্য বলা বাহুল্য ক্রিকেট থাকে সব সময় কিন্তু সারাজীবন না।