মিচেল স্ট্রাক অজি কিংবদন্তি বোলার আধুনিক ক্রিকেটে তার বলে আউট হয়নি এমন ব্যাটার মনে হয়না বাদ যায়নি দুর্দান্ত ইয়োর্কা কিংংবা বাতাসে সুইং করিয়ে ইং সুইং কিংবা আউট সুইং কোন কিছুই বাদ নেই এই লিজেন্ড বোলারের
সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মুলত টেস্ট এবং ২০২৭ সালে বিশ্বকাপে জন্য তিনি অবসর নিয়েছেন। ৬৫ টি ম্যাচ খেলে ৭৯ টি উইকেট নিয়েছে। যার গড় ছিলো ২৩.৮ সর্বোচ্চ ২০/৪ উইকেট নিয়েছেন তিনি। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি টি-টুয়ান্টি তে তার উপরে শুধু রয়েছে আ্যডাম জাম্পা।
আর দেখা জাবেনা তার বিখ্যাত সুইং ইয়োর্কার মিস করবে ক্রিকেট ফ্যান ফলোয়ার রা। মিচেল স্টার্ক বলেছেন বিডি ক্রিকটাইম ডট কম তথ্য অনুযায়ী, টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময় প্রধান গুরুত্ব। অস্ট্রেলিয়া হয়ে টি-টুয়ান্টি খেলা সব সময় উপোভোগ করেছি বিশেষ করে ২০২১ সালের টি-টুয়ান্টি বিশ্বকাপ। শুধু আমরা জিতেছি বলে নয় পুরো যাত্রাটায় দারুন ছিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন