একজন বাবা তার সন্তানের জন্য কি না করে হোক বড়লোক বা গরিব কিন্তু বাবাতো বাবায় ছেলের আবদার পুরুন করতে কি না করে। কখনো খেয়ে আবার না খেয়ে সবার৷ আগে সন্তানের আবদার পুরুন করে।
নাসুম আহমেদ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তার ক্রিকেটের উথান কিভাবে আমরা সবাই জানি। কিন্তু মানুষ ভুলে যায় তার অতিত সে কিভাবে বড় হয়েছে আজকের অবস্থান সম্পর্কেও। টাকা এমন এক জিনিস আপন থেকেও আপন এমন কি মা বাবাকেও ঠিক এমন কাজটাই করছে নাসুম আহমেদ।কয়দিন আগেও হিরো ছিলো নেদারল্যান্ডস সাথে আর এখন তার বাস্তব জীবন সবার সামনে আসার পর এখন মনে হচ্ছে উপর দিয়ে ফিটফাট নিচে দিয়ে সদর ঘাট আসলেই তাই।
বিয়ের মানুষ বদলে যায় নাসুম সেই কাজটাই করেছে শুনলাম সে নাকি এখন আলাদা থাকে বউ বাচ্চা নিয়ে এমন কথা সোশ্যাল মিডিয়া তে ভেসে বেরাচ্ছে। তার বাবা সিকিউরিটি গার্ড এর কাজ করছে। দুঃখ জনক হলেও সত্যি।
টাকা মানুষ কে পরিবর্তন করে দেই এটাই প্রমান। নিজের জন্মদাতা বাবা মা কে যদি চিনতে না পারেন এই টাকা অর্থহীন সেটা নাসুম কে বোঝা উচিত। তারকা খ্যাতি টেমপোরালি কিন্তু মা বাবা পার্মানেন্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন