শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কে সেরা ছিলেন তাদের সময়ে আরাফাত সানি নাকি ইলিয়াস সানি। উত্তর টা আপনারা দিবেন?

 
একটা সময় ছিলো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একাদশ যখন সাকাতো তখন তিন জন স্পিনার নিয়ে দল সাজানো বিপক্ষে দলের সাথে। কারন সে সময়ে হালের তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, ইবাদত, তানজিম সাকিব,শরিফুল দের তখনো আবিষ্কার হয়নি। সে সময় ছিলো মাশরাফি, শাহাদাদ, রুবেল দের সময় এক মাত্র মাশরাফি ছাড়া ভরসা নাম কেও ছিলো না তাই তো তখন সময়ে বাংলাদেশ স্পিনার উপর ভরসা করতে হত। সাকিব আল হাসান, সোরওয়ার্দি শুভ, আরাফাত সানি,ইলিয়াস সানি তাই নিয়মিত দেখা যেত তাদের একাদশে। ২০১১ সালে বিশ্বকাপে স্কোয়াড ছিলো পেসার দের তুলনায় স্পিনার দের আধিপত্য। 
কিন্তু আজকে কথা বলসি সাবেক দুই স্পিনার আরাফাত সানি এবং ইলিয়াস সানি কে নিয়ে। 

অনেকে হয়তো বলতে পারে আরাফাত সানি সেরা ছিলো সাকিব সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে একাদশ থেকে কারন আবদূর রাজ্জাক এর সময় শেষ হবার পরই আরাফাত সানি উথান হয়েছিলো। 

আবার ইলিয়াস সানি উথান হয়েছিলো এই আবদূর রাজ্জাক কারনেই কেননা টেস্ট সাকিব সাথে বাহাতি স্পিনার তেমন কেও ছিলো না যে যোগ্য সংগ দিবে ইলিয়াসের আবিষ্কার টা ভালই ছিলো চট্রগ্রামের মাঠে উইস্ট ইন্ডিজ বিপক্ষে।  ইলিয়াসের ৬ উইকেট খারাপ ছিলো না উইস্ট ইন্ডিজ বিপক্ষে আবার টি-টুয়ান্টি প্রথম বাংলাদেশি হিসেবে আরাফাত সানি ১৩ রানের খরচায় ৫ উইকেট নেওয়ার ব্যাপার টা ছিলো অসাধারণ। কিন্তু তারপরেও তিনি হারিয়ে যান আস্তে আস্তে। আরাফাত সানির উথান ছিল ইলিয়াস কারন। লাভ কি হয়েছে বেশিদুর জেতে পারিনি আরাফাত সানি তার বোলিং ছিল প্রশ্ন বৃদ্ধ জার ফলে তিনি নিষিদ্ধ হন। 

কিন্তু তত দিনে বাংলাদেশ ক্রিকেটে পেসার দের আগমন হয়ে গেছে আর ইলিয়াস সানি ও একেবারে বিলিন হয়ে গেছে তবে প্রশ্ন টা থেকেই যায় কে সেরা ছিলো ইলিয়াস সানি নাকি আরাফাত সানি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মান বাড়বে কি?নাকি আগের মতই থাকবে

  আসন্ন এন সি এল টি-টুয়ান্টি সামনে রেখে ইতি মধ্যে দল এবং ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সব চেয়ে ভালো হয়েছে যে মিরপুর কে বাদ দিয়ে এনসিএল এবার ঢাক...