বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

যে ব্যাট বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াদের হাতের জোর বাড়াবে?

 
সম্প্রতি সময়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেটার দের ব্যাটে পাওয়া হিট বাড়াতে কোচ নিয়োগ দিয়েছে বিসিবি ইংলিশ কোচের নাম জুলিয়ান উড। ইংলিশ এই কোচ রয়েছে নিজিস্ব একাডেমি, তার শিষ্য হয়েছে রুট ব্রুক স্টোস্ক মতন তারকা রা। তাই বিসিবি এই উদ্যেগ টা ভালো লেগেছে টি-টুয়ান্টি যুগে বাংলাদেশের ব্যাটার দের হাতে পাওয়া হিট নাই টি-টুয়ান্টি তেমন পারফোরম্যান্স দেখাতে পারে না। আসন্ন নেদারল্যান্ডস ও এশিয়া কাপের প্রস্তুতি যেন ভালো মত হয় তাই কাজ ইতিমধ্যে কয়েক দিন ধরেই কাজ করছে জুলিয়ান উড। যে ব্যাট দিয়ে কাজ শুরু করেছে সেই ব্যাটের নাম হলো প্রো ভেলোসিটি ব্যাট। 

প্রো ভেলোসিটি ব্যাট কি; 

প্রো ভেলোসিটি ব্যাট কোন সাধারন ক্রিকেট ব্যাট না। এটা হচ্ছে একটি ট্রেনিং ব্যাট যেটা দিয়ে নেট প্যাক্টিস করে ক্রিকেটার রা। বেটার শট টাইমিং পাওয়া জন্য ও হিটিং হ্যান্ড কো অর্ডিনেশন উন্নত করা জন্য কাজ করে থাকে। 

এই ব্যাটের মুল কাজ হচ্ছে;

ব্যাট টা সাধারন ব্যাটের তুলোনাই হালকা পাতলা হয় এবং বল সঠিক ভাবে মিডল অফ দ্যা ব্যাটে না পড়লে শট ভালো যায়না। এতে ব্যাটার বুঝতে পারে তার কোথায় ভুল হয়েছে। আন্তর্জাতিক অনেক তারকা ক্রিকেটার এই ধরনের ব্যাট দিয়ে কাজ করে থাকে। এই ধরনের বিশেষ ব্যাট দিয়ে কাজ করা পর প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকার বলেন।বাংলাদেশের পুরুষ ক্রিকেটার কথা যদি বলেন তারা দীর্ঘ্যকার নয় ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ড মত পেশির জোর নেই তারপরেও তারা কিভাবে শটে পাওয়ার আনতে পারে তা বুঝানোর কাজ করেছি।

যদি প্রো ভেলোসিটি মাধ্যমে বাংলাদেশের ব্যাটারদের জোর বারে তাহলে গোটা টিম এর জন্য এবং তাদের ক্যারিয়ার জন্য ভালো হবে। তবে ব্যাট দিয়ে কিছু হবে কিনা জানি না পেশি জোর বারানো জন্য যা যা করতে হয় তাই করতে হবে। শুধু ভাত খাইলে হবে না ভাত ছাড়া ও রুলস ফলো করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...