বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

 
ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?  
তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং না না রকম ফ্যাসিলিটি কিসের অভাব আছে।বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড বা লিজেন্ড তৈরি কারখানা কি নেই এরপরেও অভাব পরে বার বার। হ্যা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তারা সব সময় স্পন্সর অভাবে পড়ে।

আসন্ন এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্ট নাকি স্পন্সর ছাড়াই নাকি খেলতে হবে।এক তো পাকিস্তান সাথে এক রকম অসস্থী অন্য দিকে কোন স্পন্সর নাই দুই দিক দিয়ে একটু চাপেই থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারন তো হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড বলে কথা। 

এখন পর্যন্ত কোন কোন স্পন্সর ছেড়ে গিয়েছে বা কোন কারনে ছেড়ে গিয়েছে তাহল;

সাহারা ইন্ডিয়া পরিবার ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্জন্ত ছিল তারা এরপর দিউলিয়া জনীত কারনে স্পন্সর বাতিল হয়ে যায়।

এরপর আসে স্টার ইন্ডিয়া অধিকার হারায়,তারপর আসে চায়না মোবাইল ব্রান্ড ওপপো চীনের সাথে জামেলা কারনে বয়কট করে দেই তারপর স্পন্সর হারায় ভারতীয় ক্রিকেট দল। এরপর আসে বায়জুস লোকশান আর ব্যাংকের ঋন জনীত কারনে স্পনসর হারায়।আর সব শেষ ড্রিমি ১১ অনলাইন জুয়া প্রচারণা জন্য ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হারায়।

তবে প্রশ্ন? টা থেকে যাচ্ছে এত বড় ধনী ক্রিকেট বোর্ড কেন বার বার স্পন্সর সমস্যা পড়ে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...