শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

অদ্ভুত স্ট্যান্সে বিশ্বসেরা বোলারদের কাঁপানো ব্যাটসম্যান – শুভ জন্মদিন ক্যারিবীয় কিংবদন্তী শিবনারায়ণ চন্দ্রপল!”

 

ক্যারিবীয় কিংবদন্তী শিবনারায়ণ চন্দ্রপল জন্মদিনে স্মৃতিচারণ

ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে যারা কেবল ব্যাট হাতে নয়, মানসিক দৃঢ়তা ও শান্ত স্বভাব দিয়েও ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তেমনই এক কিংবদন্তী হলেন ক্যারিবীয় ব্যাটিং মাস্টার শিবনারায়ণ চন্দ্রপল। আজ তাঁর জন্মদিনে ক্রিকেট দুনিয়া আবারও স্মরণ করছে সেই অদ্ভুত স্ট্যান্স, অটল ধৈর্য আর অতিমানবীয় মনোযোগের কথা।


ব্যাটিংয়ের এক অনন্য স্টাইল

চন্দ্রপলের নাম এলেই ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে তাঁর অদ্ভুত side-on স্ট্যান্স। প্রথম দেখায় যেটা অনেকটাই অস্বাভাবিক মনে হলেও, এই স্টাইল দিয়েই তিনি বিশ্বসেরা বোলারদের কাঁপিয়ে তুলেছিলেন। একসময় তাঁকে বলা হতো “কারিবীয় দেয়াল”।

ক্যারিয়ার পরিসংখ্যান

টেস্ট ম্যাচ: ১৬৪,রান: ১১,৮৬৭,শতক: ৩০,অর্ধশতক: ৬৬,সর্বোচ্চ ইনিংস: ২০৩*

ওয়ানডে ও টি২০তেও তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ছিলেন।

কেন তিনি কিংবদন্তী?

চন্দ্রপল শুধু রান করার জন্য বিখ্যাত নন। তিনি ছিলেন চাপ সামলানোর এক অন্য নাম। দল যখন বিপদে পড়েছে, তখনই তাঁর ব্যাট থেকে এসেছে ধৈর্যশীল ইনিংস। লড়াইয়ের মাটিতে নিজের স্বভাবসুলভ শান্ত ব্যাটিং দিয়ে তিনি ক্যারিবীয় ক্রিকেটকে অসংখ্য ম্যাচে রক্ষা করেছেন।

ভক্তদের হৃদয়ে

যেখানে ক্রিকেট মানেই ছিল আগ্রাসী ক্যারিবীয় ব্যাটিং, সেখানে চন্দ্রপল ছিলেন ব্যতিক্রম। তিনি দেখিয়েছেন, কেবল আগ্রাসন নয়, ধৈর্য ও টেকনিক দিয়েও ইতিহাস গড়া যায়।

আজ তাঁর জন্মদিনে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা শুভেচ্ছা জানাচ্ছে এই কিংবদন্তীকে, যিনি প্রমাণ করেছিলেন – ক্রিকেট কেবল শট খেলার খেলা নয়, এটা হলো ধৈর্যেরও এক শিল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...