বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ক্রিকেটের মাফিয়া ডন!শুভ জন্মদিন স্যার ডন ব্যাডম্যান।

 
স্যার ডন ব্যাডম্যান যার নাম শুনলেই মনে হয় কোন জগতের মাফিয়া ডন। হ্যা ঠিক এই বলেছি তিনি একটি জগতের মাফিয়া ডন আর সেটা হল টেস্ট ক্রিকেটের ব্যাটাদের ডন তিনি। কেনবা হবে না যার টেস্ট গড় ৯৯.৯৪ এমন গড় তো দূরে কথা ইতিহাসে এমন কোন ব্যাটার নেই যে ৭০ বেশি গড় নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেছে। অনেক লিজেন্ড এসেছে আবার বিদায়ও নিয়েছে কিন্তু ডন ব্যাডম্যান এর রেকর্ড অবদি কেও স্পর্শ করতে পারিনি আজো। সচিন টেন্ডুল কার স্যার ভিভ রিচার্ড, রিকি পন্টিং হালের বর্তমানে ভিরাট কোহলি জো রুট রাও রাকে স্পর্শ করতে পারিনি কারন তিনি আজো সবার মনে ডন হিসেবে রয়ে গেছে অনেক ক্রিকেট ব্যাটার দের আইডল ও তিনি দ্যা মাফিয়া স্যার ডন ব্যাডমান। 

স্যার ডন ব্যাডম্যান জন্ম ১৯০৮ সালে নিউ সাউথ ওয়েলস শহর কুটামন্ড্রা জন্ম গ্রহন করেছেন।তার পুরো নাম ডোনাল্ড জর্জ ব্যাডম্যান। ফাস্ট ক্লাস ক্রিকেট অভিষেক ঘটে ১৯২৭ সালে নিউ সাউথ ওয়েলস হয়ে।

আর অস্ট্রেলিয়া হয়ে শুরু করেন ১৯২৮ সাল থেকে ১৯৪৮ সাল ক্যারিয়ারে ৫২ টেস্ট ম্যাচ খেলেছেন ৮০ ইনিংস ৯৯.৯৪ গড়ে রান করেছেন ৬,৯৯৯ রান যেখানে সেঞ্চুরি রয়েছে ২৯ টি আর ফিফটি রয়েছে মাত্র ১৩ টি ক্যারিয়ার লাস্ট ইনিংস যদি শুন্য রানে আউট না হতেন তাহলে ১০০ গড় নিয়ে শেষ করতে পারতেন তিনি।ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মত ফাস্ট ক্লাস ক্রিকেট ও সেরাদের সেরা ২৩৪ ম্যাচে ২৮,০৬৭ রান করেছে যেখানে ৩৩৮ ইনিংস এ ১১৭ সেঞ্চুরি পাশাপাশি ৬৯ ফিফটি করেছেন সেখানেও গড় ৯৪.১৪ এখনো কেও ভাঙতে পারিনি। 
আজ এই মহান ক্রিকেটার জন্মদিন যার আসে পাশে কেউ নেই তিনি একাই দ্যা মাফিয়া ডন ব্যাডম্যান,শুভ জন্মদিন। ২০০১ সালে ২৫ ফেব্রুয়ারী এই গ্রেট ক্রিকেটার মৃত্যু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...