মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কীর্তি মানের মৃত্যু নাই! ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেট নেওয়া ক্রিকেটার মৃত্যু।

 

যেদিন থেকে ক্রিকেট বুঝি ঠিক সেদিন থেকেই ভালো ক্রিকেট খেলা দেখতে থাকি বিশেষ করে টেস্ট চেয়ে ওয়ানডে খেলা দেখতে পছন্দ করতাম। ১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেট যাত্রা শুরু হয়। আপানারা কি জানেন প্রথম উইকেট টা কে নিয়েছিল কেন শাটলওয়ার্থ যার অবদান ছাপিয়ে গিয়েছে ইংলান্ড ক্রিকেট ছেলে সুহুদুর নিউজিল্যান্ডে ও আরো অবদান রয়েছে ১৯৭০'৭১ও ৭২ সালের গিলেপ কাপের তার চোখ ধাধানো সব পারফোরম্যান্স স্বরুপ ৩ আস রেই চ্যাম্পিয়ন হয়ে ছিলেন। 

 দ্যা সান,দ্যা ইন্ডিপেন্ডেন্ট, উইকিপিডিয়া, টি স্পোর্টস তথ্য অনুযায়ী ।

শাটলওয়ার্থ জন্ম সেন্ট হেলেন্সে ল্যাঙ্কাশায়ারে ১৯৪৪ সালে ১৩ নভেম্বর জন্ম গ্রহন করেন ১৯৬৪ সালেই এই ল্যাঙ্কাশায়ারে হয়ে ফাস্ট ক্লাস ক্রিকেট জীবন শুরু করেন। ১৯৭১ সালে ইতিহাসের প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচে তিনি প্রথম উইকেট শিকার করেন মেলবর্ন ক্রিকেট স্টোডিয়ামে সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৭০ সালে ব্রিসবেনে আ্যশেজ টেস্টে ক্যারিয়ার প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। খেলেছেন মাত্র ৫ টি টেস্ট উইকেট নিয়েছেন ১২ উইকেট। এছাড়া ল্যাঙ্কাশায়ারে হয়ে ১৭৭ টেস্ট ৪৮৪ উইকেট নেন জার গড় ছিলো ২২.১৭ ১৯৬৮ সালে ফাস্ট ক্লাস ক্রিকেট ক্যারিয়ার সেরা ৪১/৭ সেরা বোলিং করেন তিনি। শুধু তাই নয় আরো ৯৯ টি উইকেট শিকার করেন ল্যাঙ্কাশায়ারে হয়ে। গিলেট কাপ বাদেও আরো দুইটি ট্রফি জিতেন তিনি। ইঞ্জুরি কারনে ইন্টারন্যাশনাল ক্যারিবেশি দূর নিয়ে জেতে পারেন নি তিনি। 

ক্রিকেট থেকে অবসর নেওয়া পর ব্রিটিশ কোল এ মার্কেটিং কাজ করেছিলেন তিনি, এছাড়া সিভিল ইঞ্জিনিয়ার ব্যাবসাও যুক্ত হন। বেশ কিছুদিন ফাস্ট ক্লাস ক্রিকেট ও আম্পায়ার করেছিলেন।২০২১ সালে ল্যাঙ্কাশায়ারে হল অভ ফেইম জাইগা করে নেন। 

৮০ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন এই ল্যাঙ্কাশায়ারে কিংবদন্তি। ক্রিকেট যতদিন থাকবে ততদিন তাকে মনে করতে হবে কেননা ওয়ানডে ক্রিকেট এর প্রথম উইকেট টা তিনি নিয়েছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...