আপনারা কি জানেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে দুই জন ব্যাটার রয়েছেন তাদের গড় কখনো ৩০ নিচে নামে নি। ২০০০ সালে টেস্ট স্টাটাস পাওয়া পর বাংলাদেশ ক্রিকেট অনেক উথান পতন হয়েছে আমিনুল ইসলাম বুলবুল প্রথম সেঞ্চুরি ২০০১ সালে আশরাফুলের সর্ব কনিষ্ট সেঞ্চুরি করা ইতিহাসে পাতায় আজো গেথে আছে। ২০০৪ সালে প্রথম টেস্টে জয় যেমন ইতিহাস হয়ে আছে ঠিক তেমন এই বাংলাদেশের টেস্ট ইতিহাসে দুইজন ব্যাটার রয়েছে তাদের গড় ৩০ নিচে নামেনি সেই দুইজন ব্যাটার হচ্ছে প্রথম টেস্টের জয়ের অধিনায়ক মি: ফিফটি খ্যাত সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমুন ও সাবেক অধিনায়ক বর্তমানে টেস্টের ভরসা মমিনুল হক সৌরভ
বলতে পারেন আবুল হাসানের গড় ৮২.৫ বা তানজিম সাকিবের গড় ৪১। কিন্তু তারা তো পর্যাপ্ত পরিমাণ ম্যাচ খেলেনি৷ তাই অন্তত ১০ টেস্ট খেলেছে, যাদের মাঝেই যদি ধরি হাবিবুল এবং মুমিনুলের গড় ৩০ এর কমে যায়নি। দুইজনের মাঝে এক অদ্ভুত মিলও আছে৷ কি সে মিল? দেখা যাক।
হাবিবুল বাশার:
নিজের প্রথম টেস্ট ইনিংসে করেছেন ৭১; যেটি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট; ঐতিহাসিক সেই টেস্টে ফিফটি করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরিয়ন বনে যান হাবিবুল বাশার। গড় তো তখনই ৭১.০০ হয়ে গিয়েছে, সেই গড়কে আর ৩০ এর কমে নামতে দেননি হাবিবুল।মজার বিষয় কি জানেন? হাবিবুল বাশারের বর্তমান ক্যারিয়ার টেস্ট গড় ৩০.৮৭, আর এটাই হাবিবুলের টেস্ট ক্যারিয়ারের সর্বনিম্ন গড় (৩০.৮৭)।
মুমিনুল হক:
মুমিনুলের টেস্ট ক্যারিয়ার শুরু ৫৫ রানের ইনিংস দিয়ে, অর্থাৎ প্রথম ইনিংস শেষে মুমিনুলের গড় ৫৫.০০। সেই গড়টা এক সময় ৬০ ও ছাড়িয়েছে। মাঝে তো ১০ টেস্ট খেলা ব্যাটারদের মাঝে ব্রাডম্যানের পর মুমিনুলের গড় সর্বোচ্চ ছিলো, ৬২ এর মত। ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১১ টেস্টে ফিফটি পেয়েছিলেন মুমিনুল। সেই মানুষটা অফ ফর্মে গেলো, আর তার গড় কমতে কমতে এখন গড়টা ৩৬.৭২। হাবিবুলের সাথে মিল কোথায় জানেন? মুমিনুলের এই ৩৬.৭২ গড় তার ক্যারিয়ারের সর্বনিম্ন গড়।
যদিও মুমিনুলের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। যাই এই গড়ের মানটা উঠানামা করবে। তবে আপাতত ২২ আগস্ট, ২০২৫ মোতাবেক হাবিবুল ও মুমিনুল, দুইজনই নিজেদের টেস্ট ক্যারিয়ারের সর্বনিম্ন গড়ের মালিক হয়েছেন নিজেদের শেষ টেস্টে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন