রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে ২০২৫ বাংলাদেশ দলের ভিতর কার সর্বোচ্চ রআন? জেনে নিন রেকর্ডবুকের চমকপ্রদ তথ্য!

 

আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াড এর সর্বোচ্চ রান কার আর সর্বনিম্ন রান কার চলুন বিশ্লেষন করি।

যদি টপ অর্ডার ব্যাটার হিসাব করি তাহলে সর্বোচ্চ রান হচ্চে লিটন দাশের ১০৭ ম্যাচে তার রান ২২৯২ আর অল্প কিছু রান করলেই সাকিব মাহমুদুল্লাহ কে টপকে সর্বোচ্চ রান সংগ্রহ তালিকায় সবার উপরে চলে আসবে লিটন দাশ টপ অর্ডারে ২ য় স্থানে রয়েছে তানজিদ হাসান তামিম ২৯ ম্যাচে রান সংগ্রহ করেছে ৬৫৫ রান এরপর রয়েছে পারভেজ হোসেন ইমন ১৭ ম্যাচে ৩৭৩ রান সংগ্রহ করেছে।আর সবার শেষে রয়েছে দুই বছর পর দলে ফেরা সাইফ হাসান ৫ ম্যাচে ৫২ রান করেছে।
এবার আশা জাক মিডল অর্ডার সবার উপরে রয়েছে তাওহীদ রিদয় ৪৩ ম্যাচে ৯০০ রান করেছে।তার পরের অবস্থান গুলোতে রয়েছে জাকের আলী অনিক ৩৩ ম্যাচে ৫৭১,নরুল হাসান সোহান ৪৫ ম্যাচে ৪৪৫ রান,শামীম হোসেন ৩৪ ম্যাচে ৪২৬ রান,শেখ মেহেদী হাসান ৬১ ম্যাচে ৪০১ রান সংগ্রহ করেছে।

লোয়ারঅর্ডার এবং বোলার দের রান সংগ্রহ তালিকায় সবার উপরে রয়েছে মোহাম্মদ সাইফ উদ্দিন তিনি করেছেন ৪১ ম্যাচে ২৪৭ রান তারপর পরের অবস্থান গুলোতে আছে তাসকিন আহমেদ ৭৬ ম্যাচে ২০০ রান, রিশাদ হোসেন ৪০ ম্যাচে ১৭০ রান, তানজিম হাসান সাকিব ২৮ ম্যাচে ১৩৯ রান,মুস্তাফিজুর রহমান ১১১ ম্যাচে ৮৭ রান,নাসুম আহমেদ ৩৬ ম্যাচে ৭৭ রান,শরিফুল ইসলাম ৫০ ম্যাচে ৬৬ রান সংগ্রহ করেছে।

সব চেয়ে বেশি ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে অধিনায়ক লিটন দাশ,তার পরের অবস্থান আছে তাওহীদ রিদয়,তারপর আছে ওপেনার তানজিদ হাসান তামিম। তবে সম্প্রতি সময়ে লিটন ফর্ম ভালো জাচ্ছেনা আমাদের আশা রাখতে হবে দুই ওপেনার ও মিডল অর্ডার তাওহীদ রিদয় জাকের আলি ও শামীম পাটোয়ারী উপর। এছাড়া বোলিং তাসকিন,মুস্তাফিজুর, সাকিব সাথে স্পিনার শেখ মেহেদি ও রিশাদ হোসেন উপর। তাহলে ভালো কিছু সম্বব বলে আশা রাখতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...