মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক।পাপন আমলের দীর্ঘ্যদীনের নির্বাচক তিনি। তার আমলে যত রেকর্ড না করেছে তার চেয়ে বেশি সমালোচনা জন্ম দিয়েছিলেন তিনি। তিনি প্রথম কিনা বাংলাদেশের ক্রিকেটের অটচয়েজ নামক কোটা চালু করেছিলেন।দল জত বাজেই খেলুক না কেন অটচয়েজ বন্ধ হয়নি।
সম্প্রতি সময়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নির্বাচক রা।তা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সাবেক প্রধান নির্বাচক।
গত ২৩ আগস্ট ২০২৫ বাংলাদেশ টাইমস কে দেওয়া এক সাক্ষাৎ তে তিনি বলেছেন। একটা বড় টুর্নামেন্ট এশিয়া কাপে খেলতে জাচ্ছি। অই জাইগায় আমি থাকলে কোন পরিক্ষা নিরিক্ষা করতাম না। আমি এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিতাম এশিয়া কাপের ও বিশ্বকাপের।
তার কথায় বুজা জাচ্চে কেন তার আমলে বাংলাদেশ ডাউম ফল হয়েছে অট চয়েজ কারনে সব সময় বড় বড় টুর্নামেন্ট বাজে খেলেছে কেন তার কথায় প্রমান।তিনি থাকলে হয়তো নাইম শেখ খেলাতো শান্ত কে খেলাতো লর্ড টাইপ প্লেয়ারদের খেলাইতো। অথচ বড় বড় দল কে দেখেন তারা যোগ্য দের চান্স দিয়ে বিশ্বকাপে ভালো ফলাফল নিয়ে এসেছে। উনি যদি বাংলাদেশ নির্বাচক প্যানেল থাকতো তাহলে আরো একবার ফ্লপ এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখতো বাংলাদেশ।
কথায় আছে যোগ্য নেতা আছে কিন্তু সবার নৃতৃত্ব দিতে জানেনা এটাই তার প্রমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন