শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

টাকার কাছে যখন জাতীয় দল হয়ে যায়বিক্রি হয়ে

 
একটা সময় ছিলো উইস্ট ইন্ডিজ এর যেখানে তারা ক্রিকেট কে রাজত্ব করতো। পাত্তা ছিলোনা কোন দেশের অস্ট্রেলিয়া,সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের মতন দল পাত্তা পেত না। ক্রিকেট বিশ্বকাপ যখন থেকে চালু হয়েছে ঠিক প্রথম আসরে চ্যাম্পিয়ন দল তারাই ছিলো শুধু একবার না দুইবার ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল তারা ১৯৭৫ ও১৯৭। ক্লাইভ লয়েড গর্ডন গিনিজ,ডেসমন্ড হেইস,ম্যালকম মার্শাল,আ্যন্ডি রবার্স,ভিভ রিচার্ড দের আবিষ্কার করেছিলেন এক ক্রিকেট উজ্জ্বল নক্ষত্র দ্বারা পরিচালিত হয়েছে উইস্ট ইন্ডিজ কে। তাদের দেখানো পথ ধরে এসেছে বায়ান লারা, ফিল সিমন্স,কার্টলি আ্যম্ব্রোস,কোর্টনি ওয়ালশ,ইয়ান বিশপ রা। কিন্তু সুদিন কি আর বেশিদিন থাকে এই টি-টুয়ান্টি যুগে। টি-টুয়ান্টি যুগে এসে উইস্ট ইন্ডিজ জেন তাদের চিরো চিনা রুপ হারিয়ে ফেলেছে। অনেক অনেক তারকা লিজেন্ড বের হয়েছে কিন্তু জাতীয় দলের জন্য বরং ফ্রাঞ্জাইজি ক্রিকেট জন্য। ক্যারিবীয় রা টি-টুয়ান্টি যুগে অনেক রাজত্ব করেছে যেমন ২০১২ আর ২০১৬ বিশ্বকাপ তারাই নিয়েছিলো সেই ১৯৭৫ ও ১৯৭৯ সালের পর আবারো চ্যাম্পিয়ন হয়েছে তারা সেই দলের ছিলো টি-টুয়ান্টি আবিষ্কার করেছিলো ড্যারেন সামি,কাইরন পোলার্ড,ডোয়াইন ব্রাভো, লিন্ডেল সিমন্স,মার্লোন সামুয়েলস মতন স্টার রা। তারা চলে যাওয়া পর এখন উইস্ট ইন্ডিজ তারকা বের হচ্ছে ঠিক এই কিন্তু দেশের জন্য শুধু ফ্রাঞ্জাইজি ক্রিকেট জন্য। দেশের চেয়ে বিদেশি লিগে আলোড়ন বেশি পরতেছে। তার চেয়ে বড় কথা জাতীয় দলে খেলে যে টাকা আয় করা যাবে তার চেয়ে দ্বিগুন টাকা আয় করবে ফ্রাঞ্জাইজি ক্রিকেট এ তার জন্য অনেক তারকা কে কম বয়সে অবসর নিতে দেখা গিয়েছে তার মধ্যে অন্য তম নিকোলাস পুরান। বয়স বা কত হয়েছে চাইলে আরো৭ বা ৮ বছর খেলতে পারতো জাতীয় দলে। শুধু মাত্র ফ্রাঞ্জাইজি ক্রিকেট কে প্রাধান্য দিতে গিয়ে জাতীয় দল কে না করে দিয়েছে। 
এইতো সেদিন তো অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ কথা বলি যেভাবে ধবল ধোলাই হয়েছে পুরো উইস্ট ইন্ডিজ এইরকম পারফোরম্যান্স আসে কিনা জানা নেই সিরিজ তো হেরেছে তার উপর মাত্র ২৬ রানে অলআউট হয়ে ইতিহাস গড়েছে ক্যারিবীয়রা।

তাই তো তাদের সাবেক লিজেন্ড ব্যাটার বিডি ২৪ নিউজ বরাত দিয়েবায়ান লারা বলেছেন;
 আইপিএল কারনে খেলোয়াড় দের দেশের হয়ে খেলা ক্ষুদা নস্ট করে দিয়েছে।ম্যারুন জার্সিটা পরে শুধু মাত্র আইপিএল নজরে আশা জন্য।

তার মানে বুঝা জাচ্ছে এক আইপিএল জন্য এত কিছু উত্তর না আইপিএল মতন আরো অনেক ফ্রাঞ্জাইজি আছে সেইগুলো তে খেলার জন্য শুধু মাত্র ম্যারুন জার্সি টা পরে। 
তবে এত সসমালোচনা পরেও পাকিস্তান সাথে ওয়ানডে সিরিজ জিতে তারা জানান দিয়েছে তারা ম্যারুন জার্সিটা পরে খেলতে পছন্দ করে কিন্তু টাকা গন্ধ পেলে সেটা হারিয়ে যায়। দেখাজাবে কোন ফ্রাঞ্জাইজি নজরে চলে আসলো তাকে দলে নিয়ে নিলো এমন টা হলে এইরকম সিরিজ জিতার চেয়ে না জিতাই ভালো জিততে হলে সব সময় এই রকম মানসিকতা নিয়ে খেলতে হবে দেশের জন্য খেলতে কোন ফ্রাঞ্জাইজি ক্রিকেট জন্য না হোক না টাকা জত লোভনীয় অফার দেইনা কেন আমার কাছে জাতীয় দল সব বাকি গুলো কিছুই না । দেশের জার্সি টা গর্ভের কিন্তু ফ্রাঞ্জাইজি জার্সি টা কি গর্ভের প্রশ্ন থেকেই যায়।
আগের মতন কি উইস্ট ইন্ডিজ ক্রিকেট ফিরবে সেটা এখন দেখার বিষয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...