বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আন্ডার-১৫ ছেলেদের সামনে আন্ডার-পরফরম্যান্স – হারলো বাংলাদেশ নারী দল!

 
আপনাদের কি মনে আছে একটি ম্যাচ কানাডার জাতীয় নারী ফুটবল দল অনুর্ধ ১৬ দল ছেলেদের কাছে ৭-০ তে হেরেছিলো। ঠিক আজ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল আবারো মনে করাই দিলো সেই কথা। আমাদের দেশে নারী পুরুষ নাকি সমান সমান আসলেই কি তাই নারি পুরুষ সমান সমান। সমান অধিকার আদায় প্রায়শ আন্দোলন করতে দেখি। কিন্তু বাস্তবতা যে ভিন্ন তা আবারো প্রমান করে দিলো বাংলাদেশ অনুর্ধ ১৫ ছেলেদের সাথে ম্যাচ হেরে। চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি নিবেন ভালো কথা কিন্তু তাই বলে ছেলেদের সাথে খেলে। তাও আবার নিজেদের বয়স চেয়ে কম একবারো ভাবে নাই বিসিবি কর্তারা যে যদি ম্যাচ হেরে যায় তাহলে কি হবে দেশের মানুষ রা যে হালকা ভাবে নিবে না সেটা প্রায় সব ক্রিকেট বিশেষজ্ঞ রাই জানতো হলো তাই। 
অনুর্ধ ১৫ ছেলেদের দল প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে জবাবে মাত্র ৩৮ ওভার খেলে ৯৪ রানে অলআউট হয়ে যায়। কানাডা জাতীয় দল যেভাবে ধরাশায়ী হয়েছিল মিডিয়া কাছে ঠিক তেমনি এবার বাংলাদেশ নারী ক্রিকেট দল কে আজ এমম ভাবেই সবাই ট্রল করছে। 

নূর আহমেদ নামে একজন বলছে,পারফোরম্যান্স শুন্য পারসেন্ট আর হাইপ ১০০℅। 

নুজ হ নামে আরেকজন লিখেছে, অপোনেন্ট না এরা ভাই বাচ্চা ছেলেদের কাছে হেরেছে। 

সাদাত আমিন নামে আরেক জন লিখেছে, কয়দিন আগে না সমান সমান কথা বলেছো জ্যোতি আপু।

সাদমান হোসেন নামে আরেকজন লিখেছে, এখন পার্থক্য বুজেছো বেডা বেডি পার্থক্য খেলবা নাকি আরো। 

তবে সসমালোচনা বাদেও যে ভালো মন্তব্য করা যায় সিহাব হোসাইন নামে একজন বলেছে এই রকম আরো ১০ খেলা উচিত বলে আমি মনে করি। হারজিত কোন ব্যাপার না খেলা হারজিত থাকে। 



এই দিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারের পর সংবাদ সন্মেলন বলেছে ডেইলি ক্রিকেট বরাত দিয়ে
 
এটলিস্ট ভালো একটা সুজোগ পেয়েছি। আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেললে অনেক সহজ হয়ে যায় যেহুতো সবাই চেনা। নতুন অপোনেন্ট সাথে খেলতেসি তাই নতুন চ্যালেঞ্জ আসতেছে। আজকে দেখাই গেল আসল জিনিস টা কি। 

তবে আমি মনে করি এইরকম লজ্জাজনক পরিস্থিতি না পরাই ভালো না হলে ট্রলের স্বিকার হতে হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...