বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ক্রিকেটের ক্রান্তি কালে যখন হিরো থেকে ভিলেন

 
বিশ্বের আর কোন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট কি আছে। সরকার পরিবর্তন পরে দেশ ছেড়ে পালাতে। এমন টাই হয়েছে বাংলাদেশে। ২০২৪ সালে দেশের পট পরিবর্তন পর নতুন করে অন্তবর্তীকালিন বোর্ড প্রেসিডেন্ট হোন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। সব কিছুই ঠিক ঠাক ছিলো এতো দিন কিন্তু হঠাৎ করে ফারুক আহমেদ বিতর্ক উঠায় তার জায়গায় নিয়োগ পান আরেক সাবেক ক্রিকেটার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিন ইসলাম বুলবুল। 
২৮১ দিন ছিলেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালিন বাংলাদেশ জত গুলো সিরিজ খেলেছে তা হলো।
টেস্ট ক্রিকেট; ম্যাচ, ১০ টি খেলেছে জিতেছে ৪ টিতে হার ৬ টি তে শতকরা জয় ৬০℅
ওয়ানডে; ম্যাচ ৮ জিতেছে ১ শতকরা ৭ টি তে শতকরা জয় ১২.৫℅ 
টি-টুয়ান্টি ; ম্যাচ ১০ জিতেছে ৪ হার ৬ শতকরা জয় ৪০℅ 

ফারুক আহমেদ আমলে বাংলাদেশ দল জিতেছে নাকি হেরেছে সেটা বড় কথা নয় ২৮১ দিনে ভিতর যে বিতর্ক জন্ম দিয়েছেন সেটার জন্য হলেও কিছু কথা বর্তায় জাতীয় ক্রিড়া মন্ত্রণালয়ের উপর। 
এই দিকে ফারুক আহমেদ গতকাল দেখলাম ডেইলি ক্রিকেট সাক্ষাৎকার তিনি বলেছেন, আমি দেশের ক্রান্তি কালে এসেছিলাম। সে সময়ে ইন্টেরিম(অস্থায়ী) সময়ের জন্য। ইন্টেরিম সময়ে যে জিজিস গুলো বলে আমাকে সরানো হয়েছে সেটা আমি মনে করি খুবই দূর্বল অজুহাতের জন্য। 

আপনারা কি মনে করেন মতামত দিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...