বাংলাদেশ টেস্ট ক্রিকেট স্টাটাস পাই ২০০০ সালে। অনেক ইতিহাস রয়েছে টেস্টে ক্রিকেট ঘিরে। ইন্ডিয়া মতন টিমের বিপক্ষে নাইমুর রহমান দুর্জয় পাচ উইকেট কিংবা আমিনুল ইসলাম বুলবুল এর সেঞ্চুরি সব কিছু যেন টা ইতিহাস। কিন্তু টেস্ট ক্রিকেট এ বাংলাদেশের ব্যাটার দের গতিময় পেসারদের সামলাতে অনেক সময় হিমসিম খেতে হয়েছে। তখন খার সময়ে চাইতে এখন খার সময় অনেক উন্নত হয়েছে ব্যাটার দের গতিময় বাউন্সার কিংবা আগুন ঝরা গতি ব্যাটে বল খেলতে তখন খার সময় অনেক টাই হিমশিম খেত।
একটি দল কে ধরি যেমন পাকিস্তান সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচে সে সময় ওয়াকার ইউনিস শোয়েব আখতার ওয়াসিম আকরাম তরুম মোহাম্মদ সামি দের গতি আর বাউন্স সামলাতে বিশ্বের সব ব্যাটার রাই হিমশিম খেত ঠিক তেমন এই ছিলো ননবাগত দল বাংলাদেশ ও।
তবে হাবিবুল বাশার সাথে একটি জায়গায় অমিল পাওয়া যায় বিশেষ করে শোয়েব আখতার সাথে। যেখানে শোয়েব কে ভয় পেত সেখানে হাবিবুল বাশার তার বিপক্ষে সাবলিল ব্যাটিং করেছে বাংলাদেশিদের মধ্যে। একটু দেখে নেয়া যাক কেমন ছিলো তাদের ব্যাটেল।
টেস্টে শোয়েব আক্তারের বিপক্ষে হাবিবুল বাশার-
রান- ৯৫
বল- ১০২
আউট- ১
ডট- ৬৭
চার- ১৬
ছয়- ০
গড়- ৯৫.০
স্ট্রাইক রেইট- ৯৩.১
তার মানে বুঝা জাচ্ছে হাবিবুল বাশার কতটা সাবলিল ছিলো। হাবিবুল বাশার শোয়েবের বিপক্ষে খেলেছে মোট তিনটি টেস্টে । ২০০২ সালে প্রথমবার শোয়েবের মোকাবেলা করে ১৭ বলে ৫ চারে ২৩ রান নেন বাশার। ২০০৩ সালে শোয়েবের ৮৫টি বল মোকাবেলা করে ৭২ রান নেন বাশার, চার মারেন ১১টি।
আমার এখনো মনে আছে শোয়েব আখতার বলে গারি কার্স্টেন গাল ফেটে ছিলো সৌরভ গাঙুলি বুকে বল লেগেছিল কিংবা বায়ান লারা পায়ে বল লাগার পর আর ব্যাট করতে পারেন নি সেখানে টেস্টে শোয়েব আক্তারের বিপক্ষে হাবিবুল বাশারের ব্যাটিং গড় ৯৫! স্ট্রাইক রেইট ৯৩.১। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এর মিস্টার ফিফটি বলে পরিচিত হাবিবুল বাশার পাকিস্তানের গতি দানব শোয়েব আক্তারের বিপক্ষে ব্যাট হাতে ছিলেন উজ্জল। শোয়েব আক্তারের বিপক্ষে ১০২টি বল মোকাবেলা করে মাত্র ১ বার আউট হয়েছেন বাশার।
ভাবা যায় জাকে কিনা বাঘের মতন ভয় পায় সবাই তার সাথে চোখে চোখ রেখে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন আমাদের হাবিবুল বাশার সুমুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন