রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তারই প্রমান বাংলাদেশের জয়

 
গতকাল বাংলাদেশ সাথে নেদারল্যান্ডস এর মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৬ রান করে এবং বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভারেই শেষ করে জয় করে নেই সেই ম্যাচ দুই ওপেনার পর লিটন আর সাইফ হাসান ক্যামিও তে পুরাই ডমেনেটিং করে বিট করেছে বাংলাদেশ।

 
এখন কথা হচ্ছে এই রকম সাফল্য পাওয়ার পিছনে রহস্য কি। আপনারা তো জানেন নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের জন্য জোরালো প্রস্তুতি নিয়েছিলো বাংলাদেশ বিশেষ করে ফিটটেস এর প্রতি যে ভাবে ফোর্স করছিলো সেটার কাজে দিয়েছে।এছাড়া পাওয়ার হিটিং কোচ এনে হিটিং এর কাজ টাও ভালো কাজে দিয়েছে প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে যে কাজ টা করেছে হিটিং কোচ এক কথায় অসাধারণ ছিলো। 


লিটন দাশ ফিফটি টা দেখার মতন ছিল তার এই পারফোরম্যান্স টা ধরে রাখা জরুরি আসন্ন এশিয়া কাপ এই লিটন দাস কেই দরকার। সংবাদ সম্মেলনে সেই কথা বলেছে এই ম্যাচে আলো ছড়ানো তাসকিন আহমেদ বিডি ক্রিকটাইম ডট কম তথ্য অনুযায়ী তাসকিন বলেছে, প্ল্যান থাকে টপ অর্ডার সেট হলে শেষ হলে শেষ করে আশা। আলহামদুলিল্লাহ আজকে লিটন এটা করেছে। 

এছাড়া আলাদা করে বলতে হয় সাইফ হাসান সম্পর্কে সাইফ হাসান সুজোগ পেয়ে ভালো কাজে লাগিয়েছে তাওহীদ রিদয় যে জায়গা টা খেলতো অইখানে নেমে ব্যাটে এবং বল হাতে দুই উইকেট নিয়ে জানান দিয়েছে কেন তিনি টি-টুয়ান্টি দলে জায়গা পেয়েছেন। তাসকিন আহমেদ সাইফ হাসান কে নিও বলেছেন বিডি ক্রিকটাইম ডট কম তথ্য অনুযায়ী বলেছেন হ্যা মাশাল্লাহ সাইফের ভালো অবদান ছিলো বল হাতে দুই উইকেট ব্যাট হাতে দারুন ফিনিশ ছিলো। 


এই দিকে ম্যাচ শেষে নেদারল্যান্ডস কোচ রায়ান কুক প্রশংসা করে বলেছেন বিডি ক্রিকটাইম ডট কম তথ্য অনুযায়ী। লিটন মতন ব্যাটারের স্টাইকরেট রোটেশন ছিলো খুব স্মার্ট অসাধারণ ইনিংস খেলেছে দারুন কিছু সিঙেল নিয়েছে যেটা আমরা তাদের কাস থেকে শিখতে পারি বলে মনে করি তারা খুব ভালো ব্যাট করেছে। এছাড়া আরো বলেছেন তাসকিন খুব ভাল বোলার সে আমাদের টপ অর্ডার ব্যাটার দের খুব ভাল বাবে বিপদে ফেলেছে আমরা যেখানেই খেলিনা কেন। তাসকিন খুব ভালো ছেলে আমি তার জন্য শুভ কামনা জানাই। আজকে মনে হয় ক্যারিয়ার সেরা বোলিং করেছে সে দিন দিন ভালো করেছে। নতুন বলের জন্য হুমকি। আজকে ভালো লাইনে বল করেছে তার ফলাফল পেয়েছে। 
এই দিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছে বাংলাদেশ আমাদের পুরাই ডোমিনেটিং করেছে। 


যে জাইহোক বাংলাদেশ সব সময় ভালো খেলবে এমন প্রত্যাশা করি। ইনশাআল্লাহ সব ঠিক থাকলে এশিয়া কাপে ভালো একটা কিছু করতে পারবে এই দোয়া করি এবং আগামীকাল ম্যাচের জন্য শুভকামনা রইলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শোয়েব আখতারের গতি আর বাউন্স যে বাংলাদেশের ব্যাটারের কাছে পরাজিত হয়েছিলো?

  বাংলাদেশ টেস্ট ক্রিকেট স্টাটাস পাই ২০০০ সালে। অনেক ইতিহাস রয়েছে টেস্টে ক্রিকেট ঘিরে। ইন্ডিয়া মতন টিমের বিপক্ষে নাইমুর রহমান দুর্জয় পাচ উইক...