sports,খেলাধুলা ক্রিকেট
ক্রিকেট আজ শুধু একটি খেলা নয়, এটি সারা বিশ্বের কোটি ভক্তের আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতীক। আমাদের ব্লগ ওয়েবসাইটটি ক্রিকেটের অনুরাগীদের জন্য একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম যেখানে আপনি পাবেন খেলার গভীর বিশ্লেষণ, সাম্প্রতিক খবর, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং ম্যাচের রোমাঞ্চকর মুহূর্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া টুর্নামেন্ট, টি-টোয়েন্টি লিগ, আইপিএল, বিপিএল, পিএসএল কিংবা বিশ্বকাপের সব আপডেট এখানে হাতের মুঠোয়।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
কে সেরা ছিলেন তাদের সময়ে আরাফাত সানি নাকি ইলিয়াস সানি। উত্তর টা আপনারা দিবেন?
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ফুটবলে যেটা সহজ ক্রিকেটে সেটা সোনার হরিন! হ্যাট্রিক
হ্যাট্রিক এই শব্দ টা শুনলে মনে হবে হয়তো ফুটবলে কেও করেছে কারন ফুটবল সব সময় হ্যাট্রিক সাথে যায় আর কম বেশি হয়ে থাকে। কিন্তু ক্রিকেট এই শব্দ টা সাথে তেমন পরিচিত না কারন বছররে বা তারো পরে যদি হয়ে থাকে হোক ইন্টারন্যাশনাল বা ক্লাব ক্রিকেট এ আমবস্যা চাঁদের মতন এই সোনার হরিন টি পেয়ে থাকেন ক্রিকেটে জার নাম হ্যাট্রিক ছক্কা হ্যাট্রিক না উইকেট হ্যাট্রিক কথা বলতেসি।
যার সব শেষ সংযোযোন হচ্চে দিলশান মাধুশংকা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৫২ নাম্বার হ্যাট্রিক টি তিনি করেছেন জিম্বাবুয়ে বিপক্ষে। একটু দেখে নেয়া যাক কোন দেশ কতগুলো হ্যাট্রিক মালিক;
দেশ শ্রীলঙ্কা তালিকায় সবার উপরে থাকবে ৮ জন বোলার মিলে ১১ টি হ্যাট্রিক মালিক হয়েছে এই দেশ। এরপর আছে পাকিস্তান ৬ জন বোলার বল করে ৮ বার দেখা পেয়েছে হ্যাট্রিক এর। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে ৬ জন বোলার মিলে ৬ বার হ্যাট্রিক করেছে। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ ৫ জন বোলার মিলে ৫ বার হ্যাট্রিক করেছে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়া ৪ জন বোলার মিলে বাংলাদেশের সমান ৫ টি হ্যাট্রিক করেছে। ষষ্ঠ স্থানে রয়েছে ইংল্যান্ড ৪ জন বোলার মিলে ৪ বার হ্যাট্রিক করেছে।সপ্তম স্থানে রয়েছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড সমান ৪ জন বোলার মিলে ৪ বার হ্যাট্রিক করেছে। নিউজিল্যান্ড রয়েছে অষ্টম স্থানে ৩ জন বোলার মিলে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা সমান ৪ বার হ্যাট্রিক করেছে। নবম ও দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে ও উইস্ট ইন্ডিজ। ৩ জন বোলার মিলে ৩ বার ও ২ জন বোলার মিলে ২ বার করে হ্যাট্রিক করেছে।
অর্থাৎ ৪৫ জন বোলার বল করে ৫২ টি হ্যাট্রিক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বলাই যায় ফুটবল হ্যাট্রিক করা যায় সহযে ক্রিকেট তা সোনার হরিন।
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
থেকে যায় ক্রিকেট!হারিয়ে যায় নক্ষত্রের মাঝে তারা।
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
সুইং ইয়োর্কার মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া লিজেন্ড টি-টুয়ান্টি থেকে বিদায়
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
শোয়েব আখতারের গতি আর বাউন্স যে বাংলাদেশের ব্যাটারের কাছে পরাজিত হয়েছিলো?
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তারই প্রমান বাংলাদেশের জয়
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
ওয়ানডেতে ডটবল দেওয়া সেরা ৫ জন! তালিকায় একজন বাংলাদেশী রয়েছে বলুন তো কে?
কে সেরা ছিলেন তাদের সময়ে আরাফাত সানি নাকি ইলিয়াস সানি। উত্তর টা আপনারা দিবেন?
একটা সময় ছিলো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একাদশ যখন সাকাতো তখন তিন জন স্পিনার নিয়ে দল সাজানো বিপক্ষে দলের সাথে। কারন সে সময়ে হালের তাসকি...

-
ব্যাটিং পাওয়ার হিটিং কোচের ছক্কা মারা কৌশল: বাংলাদেশ কতটুকু লাভবান হবে চলুন একটু বিশ্লেষণ করি? আধুনিক ক্র...
-
সম্প্রতি সময়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেটার দের ব্যাটে পাওয়া হিট বাড়াতে কোচ নিয়োগ দিয়েছে বিসিবি ইংলিশ কোচের নাম জুলিয়ান উড। ইংলিশ এই কোচ রয়েছে ...
-
বাংলাদেশ টেস্ট ক্রিকেট স্টাটাস পাই ২০০০ সালে। অনেক ইতিহাস রয়েছে টেস্টে ক্রিকেট ঘিরে। ইন্ডিয়া মতন টিমের বিপক্ষে নাইমুর রহমান দুর্জয় পাচ উইক...