ওয়ানডে ক্রিকেট চালু হয় ১৯৭১ সালে সেই থেকে এখনো চালু রয়েছে বর্তমান ক্রিকেটে। কিন্তু আধুনিক যুগে এসে টি-টুয়ান্টি চালু হবার পর থেকে ওয়ানডে ক্রিকেট প্রতি ক্রিকেটার দের আগ্রহ কমে যাচ্ছে দিন দিন।
ওয়ানডে ক্রিকেট প্রতি আগ্রহ কমে যাচ্চে যে কথা না হয় আরেকদিন বলবো। টি-টুয়ান্টি আসার আগে এবং পরে এমন অনেক ক্রিকেটার রয়েছে তারা যেমন রান করেছে ঠিক সেই রকম এই বল ডট দিয়েছে। এমন হিসেবে রয়েছে বেশ কয়েকজন অলরাউন্ডার যদি সেরা পাচের হিসাব করি তাহলে ৪ জন এই অলরাউন্ডার ও একজন বোলার রয়েছে। যে ৪ জন অলরাউন্ডার কথা বলসি এদের ভিতর বাংলাদেশি একজন রয়েছে।তিনি আর কেও নন দেশ সেরা অলরাউন্ডার সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিডি ক্রিকটাই ডট কম তথ্য অনুযায়ী ডট বল খেলা তাদের লিস্ট :
শহীদ আফ্রিদি ; তালিকায় সবার উপরে রয়েছে পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহীদ আফ্রিদি ডট বল দিয়েছে তিনি সাত হাজার বাইশ বল।
ব্রেট লি; সাবেক অস্ট্রেলিয়ার গতি রাজা ব্রেট লি যার বলে সবাই কোপোকাত হত সেই অজি ডট বল দিয়েছে ছয় হাজার আটশ পয়শট্টি ডট বল।
ড্যানিয়েল ভেট্টুরি; নিউজিল্যান্ডের সাবেক স্পিনিং অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক ভেট্টূরি ডট বল দিয়েছে,ছয় হাজার ছয়শ পয়ত্রিশ টি।
সাকিব আল হাসান ; দেশ সেরা অল রাউন্ডার ছিলেন অনেক বিপদে সময় দল কে উদ্ধার করেছেন তিনি বল হাতে ডট বল দিয়েছেন ছছয়হাজার ছয়শ ষোলটি।
শন পল্লক; সাউথ আফ্রিকা সাবেক বোলিং অলরাউন্ডার শন পল্লক ডট বল দিয়েছেন ছয় হাজার পাচশ আঠারোটি।
ডট বল দিয়েছে বলে তাদের অবদান কে ছোট করে দেখার সুযোগ নেই। তারা ডট বল দিতেছে বলেই তারা সেরা দের সেরা। তাদের কাজ ছিলো দল কে বিপদ থেকে উদ্ধার করে সামনে দিকে এগিয়ে নেওয়া তারা সেটাই করেছে।