বাংলাদেশ ক্রিকেটারদের ১৬০০-মিটার ফিটনেস দৌড়
সময়ের হিসাব
নাহিদ রানা ছিলেন সবার ওপরে সময় হিসাবে ৫ মিনিট ৩১ সেকেন্ড-এ দৌড় সম্পন্ন করেছেন, যা গ্রুপের সেরা রেজাল্ট ।
এছাড়া মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রথম ব্যাচে, সময় ৬ মিনিট ০১ সেকেন্ড । ৩৮ বছরের মুশফিকুর রহিম ছিলেন তৃতীয়—পূর্ণপদে সময় ৬ মিনিট ১০ সেকেন্ড ।
সাকিব, দিপু ও এমনের পারফরম্যান্স (দ্বিতীয় ব্যাচে)
দ্বিতীয় ব্যাচে তানজিম হাসান সাকিব এগিয়ে—সময় ৫ মিনিট ৫৩ সেকেন্ড ।
তাদের যে পরবর্তী রানার মধ্যে, শাহাদাৎ হোসেন "দিপু" সময় নিয়েছেন ৬ মিনিট, আর পারভেজ হোসেন এমন সম্পন্ন করেছেন ৬ মিনিট ১৩ সেকেন্ড ।
কে শেষে?
গ্রুপ অন্তর্ভুক্ত নয় এমন কয়েকজন এই ফিটনেস দৌড়ে অংশ নেননি—তারা ভিতরে না থাকলেও, দৌড় শেষ করার তালিকায় পারভেজ হোসেন এমন ছিলেন সবচেয়ে শেষে (৬:১৩), যদিও যোগ ছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন