রবিবার, ১০ আগস্ট, ২০২৫

৫:৩১-এ দৌড় শেষ করলেন নাহিদ রানা—সকালের ফিটনেস চ্যালেঞ্জের কীর্তি! ৩৮ বছরের মুশফিকের ভেলকি না পরলেই মিস

 

বাংলাদেশ ক্রিকেটারদের ১৬০০-মিটার ফিটনেস দৌড়

সময়ের হিসাব

নাহিদ রানা ছিলেন সবার ওপরে সময় হিসাবে ৫ মিনিট ৩১ সেকেন্ড-এ দৌড় সম্পন্ন করেছেন, যা গ্রুপের সেরা রেজাল্ট ।

এছাড়া মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রথম ব্যাচে, সময় ৬ মিনিট ০১ সেকেন্ড । ৩৮ বছরের মুশফিকুর রহিম ছিলেন তৃতীয়—পূর্ণপদে সময় ৬ মিনিট ১০ সেকেন্ড ।

সাকিব, দিপু ও এমনের পারফরম্যান্স (দ্বিতীয় ব্যাচে)

দ্বিতীয় ব্যাচে তানজিম হাসান সাকিব এগিয়ে—সময় ৫ মিনিট ৫৩ সেকেন্ড ।

তাদের যে পরবর্তী রানার মধ্যে, শাহাদাৎ হোসেন "দিপু" সময় নিয়েছেন ৬ মিনিট, আর পারভেজ হোসেন এমন সম্পন্ন করেছেন ৬ মিনিট ১৩ সেকেন্ড ।

কে শেষে?

গ্রুপ অন্তর্ভুক্ত নয় এমন কয়েকজন এই ফিটনেস দৌড়ে অংশ নেননি—তারা ভিতরে না থাকলেও, দৌড় শেষ করার তালিকায় পারভেজ হোসেন এমন ছিলেন সবচেয়ে শেষে (৬:১৩), যদিও যোগ ছিল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

থেকে যায় ক্রিকেট!হারিয়ে যায় নক্ষত্রের মাঝে তারা।

  ক্রিকেটে যেমন আনন্দ দেয় আবার কস্টও দেয় কখনো সেঞ্চুরি মিসের আক্ষেপ কিংবা শুন্য রানের হতাশা বা ক্যাচ মিস জ্বালা। তার উপর যদি একটি টুর্নামেন্...