শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

"তামিম-মুশফিক-রিয়াদ ফিরছেন এনসিএলে! লাভ হবে নাকি ক্ষতি?"


 বাংলাদেশের অভিজ্ঞ তিন তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে যাচ্ছেন । দীর্ঘদিন ক্রিকেটের সাথে না থাকা এক সময়ে জাতীয় দলে খেলা এই সিনিয়ররা। এটা নিশ্চিত যে ঘরোয়া ক্রিকেটে নামলে নিঃসন্দেহে টুর্নামেন্টের মান ও প্রতিযোগিতা বাড়বে। তরুণরা পাবেন অনুপ্রেরণা, শিখবেন সরাসরি অভিজ্ঞতার ভান্ডার থেকে।


তবে প্রশ্ন হচ্ছে—তাদের মতো তারকাদের কি আসলেই এনসিএল খেলা উচিত, নাকি তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত? একদিকে এটি হতে পারে ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস ধরে রাখার দারুণ সুযোগ, অন্যদিকে হতে পারে নতুনদের সুযোগ সীমিত করার শঙ্কা।


আপনার কী মনে হয়❓

তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ—এনসিএলে ফিরছেন! খেলা কি উচিত? 🏏🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তারই প্রমান বাংলাদেশের জয়

  গতকাল বাংলাদেশ সাথে নেদারল্যান্ডস এর মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভা...