বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশের সবচেয়ে জঘন্য T২০ বিশ্বকাপ ছিল ২০২১ সালের বিশ্বকাপ কিন্তু কেন?

 


বাংলাদেশের সবচেয়ে জঘন্য T২০ বিশ্বকাপ ছিল ২০২১ সালের বিশ্বকাপ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়ে অনেক আশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল দল। কিন্তু বাস্তবে গিয়ে হলো পুরোপুরি বেহাল দশা।

প্রথম রাউন্ডেই স্কটল্যান্ডের কাছে হেরে যাত্রা শুরু। এরপর কোনো রকমে মূল পর্বে জায়গা পেয়েছিল, কিন্তু খেলায় ছিল না কোনো লড়াইয়ের ছাপ।

ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিল চরম হতাশাজনক। মনে হচ্ছিল, যেন তাদের জোর করে নামানো হয়েছে মাঠে।


🛑 অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইবার ১০০ রানের নিচে অলআউট।


🛑 ইংল্যান্ডের সাথে টেনেটুনে ১২০ প্লাস — তিনটি ম্যাচেই জঘন্যভাবে হার।


🛑 শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে কনটেস্ট হয়েছিল, কিন্তু তাতেও হার।


পরিশেষে, ৫ ম্যাচেই হেরে বিদায়।

তাই এবারের বিশ্বকাপ নিয়ে আমরা আশাবাদি ২০২১ সালের মতন যেন এবার না হয় কারন ২০২১ সালের বিশ্বকাপে আগে মিরপুর পিচে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সাথে খেলে সিরিজ জিতেছিলাম ঠিক এই কিন্তু উন্নত মানের পিচ প্যাক্টিস না করা ফলে বিশ্বকাপে গিয়ে হতাশ পারফোরম্যান্স ছিলো। তাই এবার যেন সেই রকম কিছু না ঘটে সেই আশা করতেই পারি আমিনুল ইসলাম বুল বুল এর বিসিবির কাছে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তারই প্রমান বাংলাদেশের জয়

  গতকাল বাংলাদেশ সাথে নেদারল্যান্ডস এর মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভা...