এমনি তে চলতি সিজনে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে সময় ভালো জাচ্ছেনা । সব মিলিয়ে ২৯ ম্যাচে ৯ পরাজয় ৬ টি ড্র এবং মাত্র ১৪ ম্যাচে জয় মুখ দেখেছে তার উপর এখন নতুন খবর শোনা জাচ্ছে যে সিটির বস পেপ গার্ডিওয়ালা্র ৩০ বছর সংসার নাকি ভেঙে গিয়েছে।
সম্প্রতি বিয়ের ৩০ বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পেপ গার্দিওলা এবং তার স্ত্রী ক্রিস্চিনা সেরা। ডিসেম্বরেই পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো এবং ঘনিষ্ঠদের অনুরোধ করেছিলেন মিডিয়ায় প্রকাশ না করতে। ৩০ বছরের সম্পর্কচ্ছেদ, সহজ কোনো বিষয় না, গত কয়েকমাস গার্দিওলা কিসের মধ্য দিয়ে গিয়েছিলেন! মাঠের পারফরম্যান্স, মেজাজ হারিয়ে ফেলা - নিশ্চয়ই এর প্রভাব ছিলো৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন