যা গিল, সিরাজ, ব্রুক, স্টোকস, রুট সবাই মিলে করেছেন—তা একাই করে দেখিয়েছিলেন সোবার্স!
সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে চোখধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছেন অনেকেই। বিশেষ করে শুভমান গিল করেছেন ৭৫৪ রান, সিরাজ ঝুলিতে পুরেছেন ২৩ উইকেট, হ্যারি ব্রুক নিয়েছেন ১০টি ক্যাচ, আর বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড জিতেছে সবক’টি টস।
তবে, ইতিহাসের পাতায় একবার চোখ বুলিয়ে রাখলে দেখা যায়, এই সবকিছুই একাই করে দেখিয়েছিলেন এক কিংবদন্তি—স্যার গ্যারি সোবার্স।
১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে, সোবার্স করেছিলেন ৭২২ রান, নিয়েছিলেন ২০ উইকেট, ঝুলিতে তুলেছিলেন ১০টি ক্যাচ—এবং অধিনায়ক হিসেবে জিতেছিলেন সবকটি টস!
সে সময় কার ক্রিকেট আর এখন কার ক্রিকেট ব্যাপক পার্থক্য রয়েছে কিন্তু গিল, সিরাজ,ব্রুক,স্টকস জা করেছেন সবাই মিলে তা একাই করেছে ক্যারিবীয় কিংবদন্তী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন