ক্রিকেট ইতিহাসে বিরল মুহূর্তের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা! দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।
সিরিজ ফলাফল:
১ম ওয়ানডে: পাকিস্তানের জয়
২য় ওয়ানডে: ওয়েস্ট ইন্ডিজ জয়
৩য় ওয়ানডে: ওয়েস্ট ইন্ডিজ জয় (সিরিজ ২-১)
দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে উইস্ট ইন্ডিজ নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই হারের পর পাকিস্তানি ক্রিকেটে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
পাকিস্তানের সাবেক গতি স্টার শোয়েব আখতার বলেছন:
Rawalpindi pitch lekar nahi ghoom sakte—পাকিস্তানের ব্যাটাররা শুধুমাত্র ফ্ল্যাট পিচে রান করতে অভ্যস্ত, কিন্তু চাপের ম্যাচে ব্যর্থ। দলের হয়ে মরিয়া হয়ে খেলার মানসিকতা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
অন্যদিকে আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছেন:
বাবর রিজওয়ান রা ক্যারিয়ার শুরুতে যা পারফর্ম করেছে তা এখনো বেচে খাচ্ছে ওরা। এখন ওদের কে দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক
এই দিকে হারের পর পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন:
দলের অধিনায়ক সরাসরি স্বীকার করেন, পঞ্চম বোলার হিসেবে কার্যকর বিকল্প না থাকা সিরিজে তাদের বড় সমস্যা ছিল। রিজওয়ানের ভাষায়—
আমরা চেষ্টা করেছি, কিন্তু পঞ্চম বোলারের ঘাটতি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের তারুণ্য, লড়াইয়ের মনোভাব ও টিমওয়ার্ক আবারও প্রমাণ করে দিল—তারা হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেতে প্রস্তুত। ক্রিকেট বিশ্বে এই জয় নিয়ে চলছে তুমুল আলোচনা, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক সাফল্য তাদের জন্য এক বিশাল আত্মবিশ্বাসের প্রেরণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন