বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

টাইগারদের থামিয়ে দিলো শাহীনস! পাকিস্তানি যুবারা দেখালো ভবিষ্যতের ঝলক।

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে দাপটের সঙ্গে মাঠ ছেড়েছে পাকিস্তান শাহীনস। ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে শাহীনসরা ব্যাট-বল দু’দিকেই প্রমাণ করেছে তারা কেন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ভরসা।

জয়ের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে টাইগার যুবারা। উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রান রেটও নেমে আসে। পাকিস্তানি বোলারদের নিখুঁত লাইন-লেংথ ও স্পিন আক্রমণে ব্যাটসম্যানরা সংগ্রামে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে জয় থেকে অনেক দূরে থেকে থামে ইনিংস।


প্রথম ইনিংসে ব্যাট হাতে পাকিস্তান শাহীনসদের ঝড়ো শুরু দ্রুত শুরু দুই ওপেনার খোয়াজা নাফায় ও ইয়াসির খানের মারমুখী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারেই ১০০+ রান। এরপর মিডল অর্ডারের বিস্ফোরণ ঘটিয়েছে আব্দুল সামাদের ২৭ বলে ৫৬* রানের ঝড়, যেখানে ছিল ৫টি বিশাল ছয়। তারপর ক্যাপ্টেনের ফিনিশিং টাচে মোহাম্মদ ইরফান খান ১২ বলে ২৫ রানে ইনিংসকে রঙিন করে তোলেন। ২০ ওভার শেষে ১১.৩৫ রান রেটে স্কোরবোর্ড থামে ২২৭ রানে।

বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা চেষ্টা করলেও শাহীনসদের রানের চাকা থামাতে পারেনি।

বাংলাদেশ ‘এ’-এর ইনিংস।

ডারউইনের রাতে, পাকিস্তান শাহীনসের আক্রমণের বিরুদ্ধে লড়েছে বাংলাদেশ ‘এ’ দল — তবে শেষ পর্যন্ত তারা ৭৯ রানে হেরে যায়। ব্যাটিংয়ে উজ্জ্বল কিছু ইনিংস থাকলেও, দলের সবাই মিলে থামাতে পারেনি শাহীনসদের। বাংলাদেশ এ দলের দ্রুত লিডের জল্পনা করার পর শুরু তে নাইম শেখ ৪ বলে ৫ এবং জিশান আলমের মাত্র ১৭ বলে ৩৩—আগে থেকেই মনে হচ্ছিল লড়াইটা হতে পারে আকর্ষণীয়।সাইফ হাসানের মিশনের মত মতো ইনিংস ৩২ বলে ৫৭, ৫টি চার ও ৩টি ছয়ে লড়াইয়ে ফিরিয়ে আনলেন বাংলাদেশের সম্ভাবনা।

মাঝখানে ভরসা জুগিয়ে আফিফ, নুরুল ও অনকন: নিয়মিত বিরতি দিয়ে চলছিল ম্যাচ—but দক্ষিণ থেকে বড় স্কোর গড়াতে পারে নাই। শেষের দিকে অভিজ্ঞতা ঘাটতি কারনে হালকা ইনিংস ছাড়া বড় ছাপ রাখতে পারেনি নীচের ব্যাটসম্যানেরা।


 ম্যাচের সেরা পাকিস্তান ওপেনার ইয়াসির খান 

বল হাতে পাকিস্তানের বোলার সাদ মাসুদ ও আকরাম ৩ টি উইকেট নেন।

সংক্ষিপ্ত  স্কোর : 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিশ্বের এক নম্বর ধনী ক্রিকেট বোর্ড:তারপরেও বারবার স্পন্সর হারায় কেন বলেন তো?

  ইন্ডিয়া ক্রিকেট টিমে কোনটা অভাব রয়েছে বলেন তো?   তাদের অর্থনৈতিক অবস্থা ক্রিকেটার দের অবস্থা কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্ট ব্যাবস্থা এবং ন...