বাবর–রিজওয়ান বাদ! এশিয়া কাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা

বড় চমক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ ২০২৫ ও তার আগে ইউএই ত্রিদেশীয় টি২০ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে—আর সেই স্কোয়াডে নেই দেশের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। নতুন দলে নেতৃত্বে থাকছেন সালমান আলি আগা।
কেন বাদ পড়লেন বাবর–রিজওয়ান?
- টি২০ স্ট্র্যাটেজি বদল: দ্রুত রান তোলায় সক্ষম, উচ্চ স্ট্রাইক-রেটের ব্যাটারদের অগ্রাধিকার—সাইম আয়িউব, সাহিবজাদা ফারহান ও ফখর জামানকে এগিয়ে রাখা হয়েছে।
- টেকনিক্যাল ইস্যু: হেড কোচ মাইক হেসন জানান, বাবরের স্পিনের বিপক্ষে দুর্বলতা ও স্ট্রাইক-রেট উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছে; উন্নতি হলে ভবিষ্যতে দলে ফেরার দরজা খোলা।
- টি২০ থেকে সাম্প্রতিক অনুপস্থিতি: ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে দুইজনের কারও টি২০আই না খেলা—নতুনদের পরীক্ষার সুযোগ।
সূত্র: AP News, Business Standard, NDTV Sports, Hindustan Times, Times of India
টুর্নামেন্টের সময়–স্থান
- ইউএই ট্রাই-সিরিজ: ২৯ আগস্ট–৭ সেপ্টেম্বর, শারজাহ
- এশিয়া কাপ ২০২৫: ৯–২৮ সেপ্টেম্বর, দুবাই ও আবুধাবি
পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াড
সাইম আয়িউব সাহিবজাদা ফারহান ফখর জামান মোহাম্মদ হারিস সালমান আলি আগা (অধিনায়ক) হাসান নবাজ হুসেইন তালাত ফাহিম আশরাফ খুশদিল শাহ মোহাম্মদ নবাজ মোহাম্মদ ওয়াসিম সালমান মির্জা শাহীন শাহ আফ্রিদি হারিস রউফ হাসান আলি সুফিয়ান মুকিম আবরাার আহমেদ
কোচের বার্তা
মাইক হেসনের ভাষ্য—“এখনকার স্কোয়াডটি ধারাবাহিকভাবে ভালো করছে; তবে বাবরের মতো খেলোয়াড়রা বিবিএল-এ পারফর্ম করে টি২০তে প্রয়োজনীয় উন্নতি দেখাতে পারলে ভবিষ্যতে জায়গা পাবে।” বিডি ক্রিকটাইম থেকে নেয়া।
কী বোঝায় এই সিদ্ধান্ত?
পাকিস্তান স্পষ্টতই টি২০-তে উচ্চ টেম্পো ব্যাটিং পথে হাঁটছে। অভিজ্ঞ দু’জনকে বিশ্রাম/ড্রপ করে নতুন কম্বিনেশনে আগ্রাসী ওপেনিং–মিডল অর্ডার গড়ার চেষ্টা—এশিয়া কাপে ভারতের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষেও এই টেম্পো ধরে রাখতে চাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন